বরিশালে সমাবেশস্থলে সরকারি প্যান্ডেলে বিএনপির নেতাকর্মীরা

বরিশালে সমাবেশস্থলে সরকারি প্যান্ডেলে বিএনপির নেতাকর্মীরা

বরিশালে বিএনপির বিভাগীয় মহাসমাবেশস্থলে  আাসা নেতাকর্মীরা মাঠে সরকারি প্যান্ডলে অবস্থান নিয়েছেন।

শনিবার ৫ নভেম্বর দুপুরে বিএনপির বিভাগীয় মহাসমাবেশে শুরু হয় এসময়  পাশেই সরকারি অনুষ্ঠানে জন্য বানানো প্যান্ডেলে সমাবেশ আগত কর্মীরা অবস্থান নিয়েছেন।সমাবেশের প্রধানবক্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্যান্ডেল উদ্দেশ্য করে বলেন আমি তাদের ধন্যবাদ জানাই যারা প্যান্ডেল করেছেন আমার ভাইয়েরা( নেতকর্মী) এই রোদে প্যান্ডেলে আরামে বসার জায়গা পেয়েছে।এও বলেছেন তিনি আমি দেখিনি বিরোধী দলের প্রোগ্রামে পুলিশ তাবু তুলে দেয়।

আগামী  সোমবার ৭ নভেম্বর বিভিন্ন স্থানে নির্মিত ১০০ সেতু ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরিশালের ১৬ টি সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এ উপলক্ষে বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে তৈরি করা হয় বিশাল প্যান্ডেল।বিএনপির মহাসমাবেশের জন্য বরিশাল জেলা প্রশাসন থেকে বঙ্গবন্ধু উদ্যানের পশ্চিম পাশে সমাবেশ করার অনুমতি দেয়।শুক্রবার রাত ৪ ও  ৫ নভেম্বর শনিবার সকাল থেকেই  প্যান্ডেলে বিএনপির নেতা-কর্মীরা শুয়ে বসে আবার অনেকে ঘুমিয়ে সময় কাটান।তবে সমাবেশে অনুষ্ঠান শুরু হলেও প্যান্ডলে বসেই নেতাকর্মীরা বক্তব্য শোনেন।

সমাবেশে আসা বাকেরগন্জ থেকে আসা যুবদলের কর্মী রাইসুল ইসলাম বলেন এখানে এসে ক্লান্ত হয়ে পরি তাই বিশ্রাম নিচ্ছি কর্মীদের নিয়ে। উজিরপুর বিএনপির কর্মী দাবী করা সোলায়মান হায়দার বলেন মহানগর বিএনপি আমাদের জন্য আয়োজন করেছে এটাই বুঝে এখানে বসা।

শনিবার বেলা ১ টায় সমাবেশ স্থলে করা সরকারি প্যান্ডেলে পরিপূর্ণ দেখা যায় প্যান্ডলের ভিতরে নানান রকমের হকার খাবারসহ নানা উপকরণ নিয়ে বসেছেন।তবে সমাবেশ শেষ হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা প্যান্ডেলে ছিলেন এতে প্রশাসনের কোন বারণ বা পাহারা দেখা যায়নি।