গুম হও‌য়া ছেলেদের ফেরত চান ফিরোজা বেগম

গুম হও‌য়া ছেলেদের ফেরত চান ফিরোজা বেগম

ফিরোজা বেগম বরিশাল মহানগর ২০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের নিখোঁজ সাবেক সভাপতি ফিরোজ খান কালু ও তার ভাই মিরাজ খানের মা ।

ফিরোজা বেগম বলেন, ‘আমার দুই ছেলেকে গুম করা হয়েছে। এই সরকার নিজেদের মানবতার সরকার বলে দাবি করে। আমার ছোট ছেলে মিরাজ খান মিরাজের বয়স তখন মাত্র ১৫ বছর। আমার দুই ছেলের কী দোষ ছিল, তাদের গুম করা হলো। আমার বুক খালি করা হলো। আমি আমার ছেলেদের ফেরত চাই।’

তিনি আরও বলেন, ‘এই মঞ্চে আমার বড় ছেলে কালুর স্ত্রী এবং ছেলের আসার কথা ছিল। কিন্তু খুনি সরকার সকল যানবাহন বন্ধ করে দেয়ায় তারা আসতে পারেনি। আমি আমার ছেলেদের ফেরত চাই। আমার ছোট নাতি তার বাবাকে ফেরত চায়।’

শনিবার (৫ নভেম্বর) বেলা আড়াইটার দিকে বরিশালের গণসমাবেশে নিহত ব্যক্তিদের স্বজনদের বক্তব্যের অংশ হিসেবে তিনি এসব কথা বলেন।

ফিরোজা বেগম বরিশাল মহানগর ২০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের নিখোঁজ সাবেক সভাপতি ফিরোজ খান কালু ও তার ভাই মিরাজ খানের মা ।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহামুদ চৌধুরী ও বেগম সেলিমা রহমান। সমাবেশের সভাপতিত্ব করছেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক।