বরিশালে সাবেক ওয়ার্ড কাউন্সিলর হত্যার বিচারের দাবী বিএনপি’র

বরিশাল নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি’র সদস্য গিয়াসউদ্দিন বাবুল মোল্লা হত্যার প্রতিবাদে এবং অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরিশাল নগরবাসীর ব্যানারে শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।
মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাতিত্বে মানববন্ধনে সদস্য সচিব মীর জাহিদুল কবির, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এবায়দুল হক চাঁন, সাইফুল আহসান আজিম, মাহবুবুর রহমান পিন্টু এবং সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী।
বক্তারা বলেন, রোগীর সাথে প্রতারনার প্রতিবাদ করায় অবৈধ গেইন ডায়াগনস্টিক সেন্টারের মালিক-র্কমাচীর ও দালালরা সাবেক কাউন্সিলর বাবুল মোল্লাকে মারধর করে। পরে হত্যা নিশ্চিত করতে রাস্তায় ফেলে অটোরিক্সা চাপা দেয়া হয় তাকে। এ ঘটনায় মামলা দিতে সব শেষ গতকাল শনিবার সহ ৩ বার থানায় গেলেও ওসি মামলা নেয়নি। ডায়াগনস্টিক মালিক ও তার ভাইয়ের নাম বাদ না দিলে পুলিশ মামলা নেবে না বলে তাদের জানিয়ে দিয়েছে। মোটা অংকের আর্থিক লেনদেনের কারনে প্রকৃত ঘটনা আড়াল করতে পুলিশ আসামীদের নাম বাদ দিতে বলছে। আসামীর নাম বাদ দিয়ে নিহতের পরিবার কোন মামলা করবে না।
এদিকে বিএনপি’র মানববন্ধনে তাদের দাবীর প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী। তিনি বলেন, বরিশালে রোগীর দালাল ও অবৈধ ডায়াগনস্টিকের দৌরাত্ব বেড়ে গেছে যার জলন্ত উদাহরন বাবুল মোল্লা হত্যা। তিনি অবৈধ ডায়াগনস্টিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন এবং একই সাথে বাবুল মোল্লা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবী করেন।
তবে হত্যা মামলা নেবেন না বলে আবারও সাফ জানিয়ে দিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি আজিম-উল করিম। মুঠোফোনে তিনি বলেন, যে ঘটনা ঘটেছে সেই ইস্যুতে মামলা হতে পারে। লাশর ময়না তদন্ত হয়েছে। সে অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।
সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের কাউন্সিলর ছিলেন ৩ সন্তানের জননী বাবুল মোল্লা। এ ঘটনায় আজ রবিবার আদালতে মামলা করার কথা জানিয়েছেন তার ভাই কালাম মোল্লা।