মনোরমা বসু মাসীমার জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

মনোরমা বসু মাসীমার জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

 

নারীমুক্তি আন্দোলন, শিশু সংগঠক ও কমিউনিস্ট নেত্রী মহিয়সী নারী মনোরমা বসু মাসীমার ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে  সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আনন্দ শোভাযাত্রা ও শিশুদের মাঝে শীতের পোশাক বিতরণ করা হয়।

শুক্রবার ১৮ নভেম্বর শালিণ্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের আয়োজনে মাসীমা প্রতিষ্ঠিত আদর্শ মাতৃমন্দির সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে,   বিসিসি কাউন্সিলর কোহিনুর বেগম, শালিণ্য'র উর্ধ্বতন কর্মকর্তা টুনু কর্মকার, এসএম তাইজুল ইসলাম, প্রফেসর বিমল চক্রবর্তী, আবুল খায়ের সবুজ, জহিরুল ইসলাম জাফর,  তানিয়া আফরোজ, নীলাঞ্জনা শীল, ইন্দ্রজিত কর্মকার, সৈকত চন্দ্র দে সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শালিণ্য কর্মীবৃন্দ।

সব শেষে মাসীমার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই দিবস উদযাপনে বরিশালের ভিন্ন ভিন্ন স্থানে কর্মসূচি পালন করেছে মনোরমা বসু মাসীমা শিক্ষা ও গবেষণা কেন্দ্র, মনোরমা বসু মাসীমা স্মৃতি ট্রাস্ট , মহিলা পরিষদ ও মুকুল মিলন খেলাঘর আসর।