বরিশালে সিডও পরামর্শ সভা অনুষ্ঠিত

বরিশালে সিডও প্রতিবেদন তৈরী বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
শনিবার২৪ সেপ্টেম্বর সকাল- ১০টায় বিডিএস বাংলাদেশ মহিলা পরিষদ কর্তৃক আয়োজিত সিডও কমিটির মন্তব্য (২০১৬) বাস্তবায়ন বিষয়ক পর্যালোচনা ও নাগরিক সমাজের উদ্যোগে সিডও প্রতিবেদন তৈরী বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ পরিষদ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি নুরজাহান বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহ মোঃ রফিকুল ইসলাম, এডিএম জেলা প্রশাসন।
আলোচক হিসাবে সিডও বিষয়ে ধারণা নিয়ে করেন আলোচনা রাবেয়া খাতুন শান্তি বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটি ঢাকা, বিকল্প প্রতিবেদন বিষয়ক ধারণা, সিডও কমিটির সমাপনী মন্তব্য, সিডও বাস্তবায়ন অবস্থা পর্যালোচনা নিয়ে আলোচনা করেন রেখা সাহা, লিগ্যাল এইড সম্পাদক, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটি ঢাকা। এছাড়া সরকারি, বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদ পরিষদ বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত আন্দোলন সম্পাদক শিউলী।