বরিশালে সিরিয়াল চোর চক্রের ৮ জন গ্রেপ্তার

বরিশালে সিরিয়াল চোর চক্রের ৮ জন গ্রেপ্তার
বরিশাল নগরীর বিভিন্ন বাসায় দিনের বেলায় সিরিয়াল চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৮জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে নগদ টাকা ও চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় ৭টি মামলা দায়ের হয়েছে। গতকাল সোমবার দুপুরে নগরীর চাঁদমারীতে পুলিশ অফিসার মেসের হলরুমে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। আাটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় নগদ ১ লাখ ৪০ হাজার টাকা, মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব, ক্যামেরা ও স্বর্নালংকারসহ ১৩ ধরনের বিভিন্ন ইলেক্ট্রনিক পন্য। গত দুই দিনে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতরা হলো নগরীর ভাটিখানার আব্দুল গফুরের ছেলে আনোয়ার হোসেন (২৭), একই এলাকার ফিরোজ হোসেনের ছেলে রিয়াদ (২৫), আমানতগঞ্জের ওবায়দুল হক ফিরোজের ছেলে জিতু আহম্মেদ (৪০), নগরীর পলাশপুরের খবির আহমেদের ছেলে তৌহিদুল ইসলাম (২৮), নগরীর কাঠপট্টির মা জুয়েলার্সের রাধিকা মোহন দে’র ছেলে শ্যামল দে (৫৮), নগরীর জোড় মসজিদ এলাকার দেলোয়ার গাজীর ছেলে কবির গাজী (২৫) এবং মো. কামালের ছেলে রনি (১৯) এবং সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের আরিফ হোসেনের ছেলে মো. আলিফ (২৪)। সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, গ্রেপবতারকৃতরা এসি মেকার, ইলেক্ট্রিশিয়ান, কাপড় ব্যবসায়ী এবং কখনও টিভি মেকার সেজে বিভিন্ন বহুতল ভবনে প্রবেশ করতো। এরপর কোন বাসা তালাবদ্ধ দেখলে সেই বাসার দরজার তালা মুহূর্তের মধ্যে কেটে বাসায় ঢুকে মূল্যবান মালামাল চুরি করতো। এভাবে নগরীর একাধিক ফ্লাট বাসায় চুরির পর এ বিষয়ে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে পুলিশ। এরপর আনোয়ার হোসেন নামে একজনকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী অন্যান্যদের গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করে নগদ টাকাসহ বিভিন্ন ধরনের পন্য সামগ্রী। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার।