চাকরীদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য যুবকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে জব ফেয়ার। অ্যাকশনএইড এর সহায়তায় প্রান্তজনের সিড ইয়ুথ প্রকল্পের আওতায় ওই ফেয়ারর অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১০টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে একদিনের ওই জব ফেয়ার অনুষ্ঠিত হয়।
প্রান্তজনের নির্বাহী পরিচালক এস এম শাহাজাদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শহিদুল ইসলাম। অতিথি ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার মো. সাজ্জাদ পারভেজ, বরিশাল মানবাধিকার জোটের সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, ম্যাপ এর নির্বাহী পরিচালক শুভংকর চক্রবতী, রান এর নির্বাহী রফিকুল আলম, এলটিএন এর নির্বাহী মাহমুদা বেগম, অ্যাকশন এইড এর প্রতিনিধি শাহিনুর ইসলাম সুজন।
দশটি চাকরিদাতা প্রতিষ্ঠান জব ফেয়ারে অংশগ্রহণ করেন। এদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব, বেঙ্গল বিস্কুট লিমিটেড, ব্র্যাক আইটি ট্রেনিং সেন্টার, বরিশাল ইউসেফ ট্রেনিং স্কুল, এনআরবি জব লিমিটেড, সামথ্য প্রকল্প, সমতা ইলেকট্রিক প্রোডাক্ট, জে আই বি এগ্রো ফুড, কেমিস্ট ফুড এন্ড বেভারেজ, অমৃত কনজুমার ফুড প্রোডাক্ট লিমিটেড অন্যতম। জব ফেয়ারে বরিশালের তিন শতাধিক যুবক ও নারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন এই ফেয়ারের মাধ্যমে যুব সদস্যদের বিভিন্ন চাকরী দাতা প্রতিষ্ঠানের সাথে স¤পর্ক তৈরী হবে। এর পাশাপাশি বরিশালের চাকরী সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো স্টলের মাধ্যমে তাদের প্রতিষ্ঠানের তথ্য সবাইকে জানাতে পারবে। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি প্রাপ্তিতে দারুণভাবে সহায়তা করবে এই জব ফেয়ার। এছাড়া এই ফেয়ারে আয়োজিত বিভিন্ন সেমিনার থেকে শিক্ষার্থীরা ভবিষ্যতে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে বিভিন্ন দিক-নির্দেশনা পাবে।
পিছিয়ে পড়া যুবদের সাথে চাকরী প্রদানকরা প্রতিষ্ঠানসমূহের স¤পর্ক তৈরী করা। ক্যারিয়ার বিষয়ে সচেতনতা তৈরী করা। বেকার যুব সদস্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। যুবদের দক্ষতা উন্নয়নমূলক নির্দেশনা প্রদান এবং বর্তমান বাজারে চাকরীর চাহিদা স¤পর্কে যুব সদস্যদের ধারণা তৈরি করার উদ্দেশ্য নিয়ে অনুষ্ঠিত হয় জব ফেয়ার।