বরিশালে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে পুনাকের খাদ্য সহায়তা

বরিশালে কঠোর লকডাউনে কর্মহীন বিপদগ্রস্ত আড়াই শতাধিক ভাসমান ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সংস্থা (পুনাক)। বিপদের সময় পুলিশের খাদ্য সহায়তা পেয়ে খুশি অসহায়-দুঃস্থরা।
রোববার দুপুর সাড়ে ১২টায় পুনাক বরিশাল মেট্রোপলিটন শাখার উদ্যোগে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে রান্না করা প্যাকেটজাত খাবার বিতরণ করা হয়।
এ সময় মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানের সহধর্মীনি পুনাক মেট্রো শাখার সভানেত্রী আফরোজা পারভীন, সহসভানেত্রী স্বাতীরেমা, সাধারণ সম্পাদিকা সুবর্ণা আক্তার সম্পা, সাংস্কৃতিক সম্পাদিকা মোছাম্মাত শারমিন আক্তার, তাহামিনা এনি, অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) রুনা লায়লা, সহকারী কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) নাসরিন জাহান, বিমানবন্দর থানার ওসি কমলেস চন্দ্র হালদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিএমপির মিডিয়া সেলের সদস্য ওবায়দুর রহমান জানান, করোনায় কর্মহীন, অসহায়-দুস্থ, ভাসমান ও সুবিধা বঞ্চিত আড়াই শতাধিক মানুষকে পুনাকের উদ্যোগে খাবার বিতরণ করা হয়। লকডাউন চলাকালীন পুনাকের এই খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।