বরিশালে স্পীডবোটের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত, আহত-৫

বরিশালে স্পীডবোটের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত, আহত-৫

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে দুটি স্পীডবোটের মুখোমুখি সংঘর্ষে রাজিয়া (১১) নামের এক শিশু কন্যা নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরও পাঁচ জন। আহতদের মধ্যে ৩জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় বোট দুটি দুমড়ে-মুচড়ে যায়।  

গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে ওই উপজেলার মেমানিয়া সংলগ্ন মেঘনা নদীতে এই দুর্ঘটনায় দুই স্পীডবোট চালকসহ ৫জন আহত হয়। নিহত শিশু মেমানিয়া ইউনিয়নের ভারৈয়া গ্রামের বেল্লাল রাড়ির মেয়ে।

মেমানিয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার জানান, গতকাল সোমবার রাতে রাজিয়া তার মামা আবদুল্লরাহর হিজলা পুরান লঞ্চঘাট থেকে স্পীডবোটযোগে চর কুশুরিয়া যাচ্ছিলো। তাদের বোটে চালকসহ ছিলো ৩জন। রাত সাড়ে ৮টার দিকে স্পীডবোটটি মেমানিয়া সংলগ্ন মেঘনা মোহনা অতিক্রমকালে বিপরীতমুখি আরেকটি স্পীডবোটের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অপর স্পীডবোটে ছিলো চালকসহ ৬জন। এদের মধ্যে ওই শিশুটি নিহত হয়। অপর ৫জন আহত হয়। 

হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, দুটি স্পীডবোট দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।