বরিশালে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সংস্কার কাজ শুরু

বরিশালে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সংস্কার কাজ শুরু

বরিশালে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তর বরিশাল এর আয়োজনে সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সংস্কার কাজ করা হয়।

 মঙ্গলবার বেলা ১১ টার দিকে কালিজিরা এলাকায় সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সংষ্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক জাবির আহমেদসহ অন্যান্যরা।

সংস্কার কাজ উদ্বোধন শেষে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান পুনর্বাসন কেন্দ্রটি পরিদর্শন করেছেন। এসময় তিনি ওই কেন্দ্রে থাকা মেয়েদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন।