বরিশালে স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় ১৩ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

বরিশালে স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় ১৩ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

বরিশালে লকডাউনকালে স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান এবং ৪ ব্যক্তিকে আর্থিক দন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন ও নিশাত ফারাবীর নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই দ- দেয়।

 বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর চকবাজার, কাঠপট্টি, হেমায়েত উদ্দিন রোড, সদর রোড ও বাজার রোড এলাকায় লকডাউনে স্বাস্থ্যবিধি পালনে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। 

এ সময় দোকানে মাস্কবিহীন কর্মচারী ও ক্রেতা থাকাসহ স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় ১৩জন ব্যবসায়ী এবং মাস্কবিহীন ৪জন পথচারীকে ২৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। মেট্রোপলিটন পুলিশের একটি দল এই অভিযানে সহায়তা করেন। 

জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী।