বরিশালে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ

বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৯ সেপ্টেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল প্রেসক্লাবের হলরুমে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুল ইসলাম লিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনির সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী। অতিথি ছিলেন জেলা (দক্ষিণ) বিএনপির সদস্য সচিব আক্তার হোসেন মেবুল। এছাড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান বাপ্পী ও সদস্য সচিব শামসুল কবির ফরহাদ ও মুলাদী উপজেলা স্বেচ্ছসেবক দলের সদস্য সচিব জাহিদ মোল্লা সহ বিভিন্ন উপজেলা কমিটির নেতারা বক্তব্য রাখেন।
কর্মী সমাবেশে আগামী দিনে গনতন্ত্র প্রতিষ্ঠায় সরকার বিরোধী আন্দোলনে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহনের আহবান জানানো হয়। এর আগে বিভিন্ন উপজেলা থেকে স্বেচ্ছাসেবক দলের খন্ড খন্ড মিছিল প্রেসক্লাব হলরুমে কর্মী সমাবেশে যোগ দেয়। স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ উপলক্ষ্যে প্রেসক্লাবসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।