বরিশালে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বরিশালে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বরিশাল নগরের কাশিপুরে বিআরটিসি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এবিএম জসিম উদ্দীন (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।


বৃহষ্পতিবার বিকেল ৩ টার দিকে বরিশাল নগরের কাশিপুর এলাকায় বিপরীতমুখি বিআরটিসি বাসের সঙ্গে ধাক্কায় গুরুত্বর আহত হন তিনি। পরে হাসপাতালে নিলে সেখানে মারা যান তিনি।

নিহত এবিএম জসিম উদ্দীন পটুয়াখালী জেলার টেলিখালি এলাকার বাসিন্দা এবং ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানাগেছে, এবিএম জসিম উদ্দীন পটুয়াখালী থেকে মোটরসাইকেলযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। বিকেল ৩ টার দিকে বরিশাল নগরের কাশিপুর এলাকায় বিপরীতমুখি বিআরটিসি বাসের সঙ্গে ধাক্কায় গুরুত্বর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন বলে জানান বিমানবন্দর থানার এসআই আলমগীর।