বরিশালে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

বরিশালে ট্রলির সঙ্গে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা মো. সুমন এবং তার শিশুপুত্র মো. হাছিব নিহত হয়েছে। বরিশাল-বানারীপাড়া সড়কের চৌয়ারীপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
গত শনিবার ৪টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কে বিকাল এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. সুমন এবং মো. হাছিব ঝালকাঠি জেলার বীরমহল গ্রামের বাসিন্দা।
বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, গত শনিবার বিকেলে সুমন তার স্ত্রী ও সন্তান নিয়ে মোটর সাইকেলযোগে চৌয়ারীপাড়া অতিক্রমকালে (ঝালকাঠি ও বানারীপাড়ার সিমান্তবর্তী) বিপরীতমুখি একটি স্যালোমেশিন চালিত ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলের ৩ আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সুমন ও সাব্বিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। শেবাচিমের জরুরী বিভাগের চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। সুমনের স্ত্রী বানারীপাড়াা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
দুর্ঘটনাকবলিত ট্রলিটি আটক করা হলেও চালক পালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি হেলাল উদ্দিন।