বরিশালে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের বিচার দাবি

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে গত ১৮ জুন বাসের ধাক্কায় এক শিক্ষার্থী নিহতের প্রতিবাদে এবং অভিযুক্ত বাস চালকের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিএম কলেজের শিক্ষার্থীদের ব্যানারে বৃহস্পতিবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষর্থীরা বলেন, গত ১৮ জুন বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী এলাকায় একটি বাসের ধাক্কায় শিক্ষার্থী তাজিম আহমেদ আলভী নিহত হয়। এই ঘটনাকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন তারা। এ ঘটনা তদন্ত করে অভিযুক্তের বিচার দাবিতে এই মানববন্ধনের আয়োজন করেন তারা।
এর আগে গত ১৯ জুন দুপুরে একই দাবিতে ঢাকা- বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নগরীর চৌমাতা এলাকায় অবরোধ করেন শিক্ষার্থীরা।