বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুই থানার ওসি বদল

বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুই থানার ওসি বদল

 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রদবদল করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. ফজলুল করিম।

তিনি জানান, স্বাভাবিক নিয়মে বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার ওসি মো. আসাদুজ্জামানকে কাউনিয়া থানায় ও কাউনিয়া থানার ওসি এইচ এম আবদুর রহমান মুকুলকে বন্দর থানায় বদলি করা হয়েছে।

তারা দ্রুত সময়ের মধ্যে নতুন বদলিকৃত থানার দায়িত্বভার গ্রহণ করবেন বলেও জানান ফজলুল করিম।