বরিশালে সড়ক দুর্ঘটনায় ৬জন নিহত

বরিশালে বাস-কভার্ডভ্যান এবং অ্যম্বুলেন্স সংঘর্ষে ৬জন নিহত হয়েছে। বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপু উপজেলার আটিপাড়া এলাকায় ওই দুঘটনা ঘটে। আহতদের পরিচয় এখনো জানা যায়নি।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জিয়াউল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ঢাকা থেকে বরিশালের দিকে আসা বাস এবং বরিশাল থেকে ঢাকা উদ্দেশ্যে যাওয়া কভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কিন্তু কভার্ডভ্যানের পেনে থাকা একটি অ্যাম্বুলেন্স সজোরে পেছন থেকে কভার্ড ভ্যানের ওপর আছরে পড়ে। আইে ঘটনায় অ্যাম্বেুলেন্স থাকা চালকসহ ৬জনই ঘটনাস্থলে মারা যান। ওই অ্যাম্বুলেন্সে অসুস্থ এক নারী শিশুকে নিয়ে ঢাকায় যাচ্ছিল তারা। নিহতদের মধ্যে তিনজন পুরুষ এবং দুইজন নারী ছিল। তাদের পরিচয় এখনো জানা যায়নি।