বরিশালে সড়কের পাশ থেকে অসুস্থ্য ব্যক্তিকে হাসপাতালে নিলেন পুলিশ

বরিশালে সড়কের পাশ থেকে অসুস্থ্য ব্যক্তিকে হাসপাতালে নিলেন পুলিশ

বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকা এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।করোনা সংক্রমণের আশঙ্কায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ।

গতকাল বুধবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গড়িয়ারপাড় এলাকা থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর তাকে করোনা ওয়ার্ডে আইসলুশনে রাখা হয়।

ওই ব্যক্তির নাম সুজিত হালদার (৪০)। তিনি একটি ওষুধ কোম্পানীর বরিশালের ৩টি উপজেলার এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি আরেকজন আরোহী নিয়ে মোটর সাইকেলযোগে গৌরনদীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে তিনি মোটর সাইকেল থামিয়ে মহাসড়কের পাশে অজ্ঞান হয়ে পড়েন। তার পড়নে ছিলো পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই)।

সুজিতের সহযোগী মো. শাহনেওয়াজ জানান, অফিসের প্রয়োজনে তারা দুইজন মোটর সাইকেলে গৌরনদী যাচ্ছিলেন। গড়িয়ারপাড় এলাকা অতিক্রমকালে তিনি মোটর সাইকেল (ঢাকা মেট্রো-হ-৪৬-১৩৩৬) থামিয়ে মহাসড়কের পাশে একটি গাছের শেকরের উপর বসে পড়েন। কিছুক্ষণের মধ্যে তিনি সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক মুঠোফোনে ওই ব্যক্তির বাড়িতে খবর দেন তিনি। স্বজনদের আসতে দেরী হওয়ায় সুজিত নিকটস্থ বিমান বন্দর থানায় খবর দেন।

থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। জরুরী বিভাগ থেকে তাকে করোনা ওয়ার্ডে প্রেরণ করা হয়। সেখানে তাকে আইসল্যুশনে রাখা হয়। তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানোর কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।