হাসপাতলে ভর্তি সেই ব্যক্তকে ঢাকায় নেয়ার পথে মৃত্যু

বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে নগরীর সিমান্তবর্তী গড়িয়ারপাড় এলাকা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধারকৃত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো কর্মকর্তা সুজিত হালদার (৪০) মারা গেছেন।
গতকল বুধবার আড়াইটার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুজিত বেক্সিমকো ফার্মার বরিশাল জেলার তিনটি উপজেলার এরিয়া ম্যানেজারের দায়িত্বে ছিলেন।
সুজিতের সহকর্মী শাহে নেওয়াজ জানান, গতকাল বুধবার সকালে বরিশাল থেকে তারা দুইজন মোটর সাইকেযোগে গৌরনদী যাচ্ছিলেন। পথিমধ্যে গড়িয়ারপাড় এলাকা অতিক্রমকালে মোটর সাইকেল থামিয়ে রাস্তার পাশে একটি গাছের শেকরের উপর বসে পড়েন সুজিত হালদার। একটু পরেই তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত মুঠোফোনে তার পরিবারে এবং সংলগ্ন বিমান বন্দর থানায় খবর দেন।
খবর পেয়ে বিমান বন্দর থানা পুলিশ তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, সড়কের পাশ থেকে তুলে আনা সুজিত হালদার হৃদরোগে আক্রান্ত হওয়য় তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে তার কোম্পানীর ব্যবস্থাপনায় এয়ার এ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেয়ার পথে সে মারা যান। এরপর এয়ার এ্যাম্বুলেন্স ঢাকায় অবতরন না করে আবার বরিশালে ফিরে আসে। এরপর তাকে জরুরী বিভাগে আনা হলে সেখানকার চিকিৎসক সুজিত হালদারকে মৃত ঘোষণা করেন।