বরিশালে সয়াবিন তেল পূর্বের দরে বিক্রি করতে বাধ্য করলো প্রশাসন

বরিশালে বোতলের গায়ে লেখা পূর্বের দরে সয়াবিন তেল বিক্রি করতে ব্যবসায়ীদের বাধ্য করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। মঙ্গলবার ১০ মে সকাল ১১টায় নগরীর সাগরদী বাজারে এই অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
অভিযান চলাকালে সাগরদী বাজারের কবির স্টোরে বেশ কয়েক বোতল সয়াবিন তেল পাওয়া যায়। দোকান মালিক কবির হোসেন ২শ’ টাকা লিটার দরে ওই তেল বিক্রি করছিলেন। অথচ ওইসব তেলের বোতলের গায়ে পূর্বের ১৬৫ টাকা থেকে ১৭০ টাকা লিটার দর লেখা ছিল।
এই অভিযোগের প্রেক্ষিতে সেখানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এবং তাৎক্ষনিক পূর্বের দরে সয়াবিন তেল বিক্রি করতে বাধ্য করে। এ সময় পূর্বের দামে তেল কিনে নেয় ক্রেতারা। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ্ সোয়াইব মিয়া।