বরিশালে হাম-রুবেলা টিকার কার্যক্রম উদ্বোধন

বরিশালে সারা দেশের সঙ্গে একযোগে শিশুদের হাম-রুবেলার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার বেলা ১১টায় নগরীর কাউনিয়া এলাকায় মাতৃসদন কেন্দ্রে এই কর্মর্সূচির উদ্বোধন করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
এসময় মেয়র বলেন, কোভিট-১৯ মহামারীর সময়েও শিশুকে টিকা দিতে হবে। প্রত্যেক শিশুরা যাতে টিকা পায়, সেইজন্য আমাদের ইপিআই কর্মীরা মাঠে রয়েছেন। গত বছর ৯৫ ভাগ শিশু এই কর্মসূচির আওতায় এসেছে। এবার সকল শিশুই এই টিকার আওতায় আসবে বলে জানান সিটি মেয়র।
৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী শিশুদের এই টিক দেওয়া হচ্ছে। নগরীর প্রতিটি ওয়ার্ডে ১টি করে মোট ৩০টি ওয়ার্ডে এই কর্যক্রম চলবে। প্রতিটি কেন্দ্রে সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত খোলা থাকবে। জানুয়ারির ২৪ তারিখ পর্যন্ত এই কর্মসূচির আওতায় জেলায় মোট ৫ লাখ ৪২ হাজার ৬০০ শিশু টিকার আওতায় আসবে।