বরিশাল ট্রাক টার্মিনালে যুবকের মরদেহ উদ্ধার

বরিশাল ট্রাক টার্মিনালে যুবকের মরদেহ উদ্ধার
বরিশাল নগরের কাশিপুরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ট্রাক টার্মিনাল এলাকা থেকে উজ্জল (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকা থেকে মরদেহটি বালুচাপা দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, উজ্জল ছিল পেশায় ট্রাক চালক। মৃতের ভাই বাবুলসহ স্বজনরা জানান, উজ্জল গত রাত (১ আগস্ট) ৯টা থেকে নিখোঁজ ছিল। আজ সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। গলায় আঘাতের (কাটা) চিহ্ন এবং শরীরে শীতকালের কাঁথা পেঁচানো রয়েছে। এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম মরদেহ উদ্ধারের বিষয়টি জানান।