বরিশালে ১ পুলিশ সদস্যসহ চারজন করোনা শনাক্ত
বরিশালে গত ২৪ ঘন্টায় পুলিশ সদস্য সহ আরও চারজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৪১ জনে এবং সুস্থ হয়েছেন ৪২ জন।
আজ শনিবার রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আক্রান্তদের মধ্যে একজন বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদস্য, একজন মুলাদী উপজেলার বাসিন্দা, শের- ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নার্স একজন এবং নগরীর রুপাতলী এলাকার এক বাসিন্দা।
বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানিয়েছেন, আক্রান্তদের অবস্থান শনাক্ত করে ওই জায়গাগুলো লকডাউন করা হয়েছে।