বরিশালে ১ম বারের মতো ম্যারাথন

বরিশালে ১ম বারের মতো ম্যারাথন

জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে প্রতিপাদ্য করে ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’- এ স্লোগানকে সামনে রেখে বরিশাল নগরীতে  প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বরিশাল প্রথম ম্যারাথন-২০২০।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টায় উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

ম্যারাথনে বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু উদ্যান থেকে শুরু করে নগরের প্রধান সড়কগুলো হয়ে লাকুটিয়া জমিদার বাড়ি পর্যন্ত যান। পরে আবার বঙ্গবন্ধু উদ্যানে এসে প্রতিযোগিতা  শেষ হবে বলে জানান আয়োজকরা।

বরিশাল ম্যারাথনে চারটি ক্যাটাগরিতে হাফ ম্যারাথন (২১.১ কিলোমিটার), পাওয়ার রান (১০ কিলোমিটার), ড্রিম রান (৫ কিলোমিটার) ও চ্যারিটি রান (৩.৫ কিলোমিটার) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রথম বরিশাল ম্যারাথন ২০২০ এর পৃষ্ঠপেষকাতা করেছেন, স্বয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, অমৃত কনজ্যুমার ফুড প্রোডাক্টস লিমিটেড, এবং ডাটা ক্রফট। সহযোগীতা করেছেন, অ্যাডভেরগো, বাংলাদেশ উদীচী বরিশাল জেলা সংসদ, অমৃত লাল দে মহাবিদ্যালয়, শৈল্পিক ইভেন্ট ম্যানেজমেন্ট।