ফিল্ডিংয়ে টাইগাররা

মিরপরে সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শনিবার সকাল সাড়ে ৯টায় শুরু হয় ম্যচটি।
মিরপুরের সর্বশেষ দুই টেস্টেই জয় পেয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে ২১৮ রানে এবং ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৮৪ রানে হারানোর নায়ক ছিলেন স্পিনাররা। দুই টেস্টের ৪০ উইকেটের ৩৫টির শিকারিই ছিলেন সাকিব, মেহেদী হাসান মিরাজ, তাইজুলরা। মিরপুরে আজ ২০ নম্বর টেস্টে ষষ্ঠ জয়ের সন্ধানে খেলবে বাংলাদেশ।
তবে টাইগারদের সম্প্রতি টেস্ট পারফরম্যান্স মোটেও সন্তষজনক নয়। শেষ ছয়টি টেস্টের পাঁচটিতে ইনিংস ব্যবধানে হেরেছে টাইগাররা। আর ঘরের মাঠে টেস্টে নবাগত আফগানিস্তানের কাছে হেরেছে মুমিনুলের দল। ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের না হলেও আত্মবিশ্বাস ফিরে পেতে জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ।
অন্যদিকে জিম্বাবুয়ে সম্প্রতি টেস্টে দারুণ পারফরম্যান্স করেছে। ১৪ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরে সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই করে ভালো ক্রিকেট খেলেছে। আর বাংলাদেশে প্রায় সফর করতে আসা দলটির এ দেশের কন্ডিশনও পরিচিত। তাই চেনা কন্ডিশন কাজে লাগিয়ে লঙ্কানদের পারফরম্যান্স ধরে রাখতে চায় জিম্বাবুয়ে।