বরিশালে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ

অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান শনিবার সকালে নগরীর কালিবাড়ি রোডস্থ সমাজসেবা কার্যালয়ের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।
সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল্ মামুন তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ শহীদুল ইসলাম।শেষে ৫০ জন প্রশিক্ষনার্থীর প্রত্যেকের মাঝে নগদ দশ হাজার টাকা, একটি সেলাই মেশিন, সনদপত্র ও কম্বল বিতরণ করা হয়।