বরিশালে ১৫১ কেন্দ্রে দেয়া হবে করোনার টিকা

বরিশালে ১৫১ কেন্দ্রে দেয়া হবে করোনার টিকা

শনিবার বরিশালে ১৫১টি কেন্দ্রে করোনা টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্যবিভাগ। এর মধ্যে বরিশাল সিটি করপোরেশনের ৬৪টি কেন্দ্রে এবং জেলার ১০ উপজেলায় ৮৭ টি কেন্দ্রে এ টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করা হবে।

শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতিটি বুথে ২০০ জন করে দেওয়া করা হবে প্রথম ডোজ টিকা।

গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করে বরিশাল সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডা. মো. ফয়সাল হাসবুন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আজ শনিবার টিকা দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। বরিশাল সিটি করপোরেশন এলাকায় ৬৪টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে। যেখানে ১৮ হাজারের মতো নাগরিককে টিকা দেয়ার চিন্তাভাবনা রয়েছে। আর এ কার্যক্রমে স্বাস্থ্যকর্মীসহ আড়াইশত সেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।

এদিকে জেলার সিভিল ডা. মনোয়ার হোসেন জানান, বরিশাল জেলার সকল উপজেলায় মোট ৮৭টি কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করা হবে। প্রতিটি কেন্দ্রে তিনটি করে বুথ অর্থাৎ মোট ২৬১টি বুথ থাকবে। প্রতিটি বুথে ২জন করে টিকা প্রদান কর্মী থাকবেন। প্রতিটি বুথে একদিনে ২০০ জনকে টিকা দেওয়া হবে। এক্ষেত্রে বরিশাল সিটি করপোরেশন ব্যতিত জেলায় ৫২ হাজার ২০০ জনকে টিকা প্রদান করার কথা জানান সিভিল সার্জন।