বরিশালে ২৪ ঘন্টায় ৮৪ জনের করোনা শনাক্ত,জোন ভিত্তিক লকডাউন আসতে পারে

বরিশালে ২৪ ঘন্টায় ৮৪ জনের করোনা শনাক্ত,জোন ভিত্তিক লকডাউন আসতে পারে

বরিশালে ২৪ ঘন্টায় নতুন করে আরও ৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।  ১ হাজার ৬৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে।  ২৪ ঘন্টায় ১জনসহ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩৪জন। ২৪ ঘন্টায় ১৬জনসহ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েও সুস্থ হয়েছেন মোট ৪১৮জন।  বরিশালে জোনভিত্তিক লকডাউন হতে পারে বলে জানিয়েছে প্রশাসন।

মঙ্গলবার সকাল পর্যন্ত বরিশাল বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৬৭ জন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে ওই তথ্য নিশ্চিত করেছে।

বরিশাল বিভাগের সহকারী স্বাস্থ্য পরিচালক (প্রশাসন) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, গতকাল মঙ্গলবার পর্যন্ত বরিশাল জেলা ও মহানগরীতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৭৮জন। জেলা ও মহানগরীতে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৩জনের। পটুয়াখালী জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৯২জন এবং মৃত্যু হয়েছে ১০জনের। ভোলা জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৪০জন এবং মৃত্যু হয়েছে ২ জনের। পিরোজপুরে আক্রান্ত হয়েছেন ১২৭জন এবং মৃত্যু হয়েছে ৩জনের। বরগুনায় আক্রান্ত হয়েছেন ১৩৫জন এবং মৃত্যু হয়েছে ২জনের। ঝালকাঠীতে মোট আক্রান্ত হয়েছেন ৯৭জন এবং মৃত্যু হয়েছে ৪জনের। গত ২৪ ঘন্টায় বরিশাল জেলায় একজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।

 সহকারী পরিচালক জানান, করোনা আক্রান্তের সংখা দিন দিন বেড়ে যাচ্ছে। এ কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা আক্রান্তের সংখ্যা বিবেচনায় বিভিন্ন এলাকা লাল, হলুদ ও সবুজ জোন হিসেবে চিহ্নিত করেছে। এই জোনিং তালিকা সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনকে দেয়া হয়েছে। স্থানীয় প্রশাসন লাল ও হলুদ জোনে করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নেবেন। যে কোন সময় জোনিং তালিকা অনুযায়ী লকডাউন আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল।

এদিকে বিকেলে বরিশাল জেলা প্রশাসনের করোনা সংক্রান্ত কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানিয়েছেন, বরিশাল জেলায় এবং মহানগরের লাল এলাকা চিহ্নিত করার সিদ্ধান্ত হয়েছ। পরবর্তী সময় গুরুত্ব বিবেচনায় ওয়ার্ড ও অঞ্চলভিত্তিক লকডাউন করা হতে পারে।