বরিশালে ২৬তম দিনেও গণমাধ্যমকর্মীদের খাদ্য সহায়তা অব্যাহত
করোনা ভাইরাস সংক্রমণের ফলে সৃষ্ট সংকটে কাজকর্ম বন্ধ হয়ে যাওয়া নিম্ন আয়ের মানুষের মাঝে বরিশালে গণমাধ্যমর্কীদের উদ্যেগে তৈরিকরা খাবার সহায়তা দিয়ে আসছেন গত ২৬দিন ধরে। ওই উদ্যোগ এখনও অব্যাহত আছে।
গতকাল সোমবার (২০ এপ্রিল) রাতে লঞ্চঘাট টার্মিনালে অসহায় মানুষের মাঝে তুলেদেন ডিডাব্লিউএফ নার্সিং কলেজের চেয়ারম্যান জহিরুল ইসলাম ও বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ উপস্থিত ছিলেন বরিশালের গণমাধ্যম কর্মীরা।