বরিশালে ৩ দিনব্যাপী নজরুল জয়ন্তী উৎসবের উদ্বোধন

বরিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তিনদিনব্যাপী নজরুল জয়ন্তী উৎসব এর শুভ উদ্বোধন করা হয়েছে। অন্য দিকে উদীচী বরিশাল জেলা সংসদ ও বরিশাল নাটকের নিজ কার্যালয়ে আলোচনা সভা, আবৃত্তি ও গানের মধ্যে দিয়ে নজরুল জয়ন্তী পালন করেন সংগঠনের শিল্পীবৃন্দরা।
বুধবার (২৫ মে) সন্ধ্যা ৬ টায় জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল জেলা প্রশাসন ও শিল্পকলা আয়োজিত উৎসবের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান।
অনুষ্ঠানে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে বক্তব্য রাখানে, বরিশাল রেঞ্জ এর উপ-পুলিশ কমিশনার এস এম আক্তারুজ্জামান, সরকারি ব্রজমোহন কলেজ এর প্রাক্তন অধ্যক্ষ স.ম ইমানুল হাকিম এবং নজরুল সাংস্কৃতিক জোট বরিশালের ভারপ্রাপ্ত সভাপতি পাপিয়া জেসমিন প্রমুখ।
আলোচনার আগে প্রদীপ প্রজ্জ্বলন করে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বিদ্রোহী কবিতার সঙ্গে অর্ধশতাধিক নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করে। পরে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় গীতি নৃত্যালেখ্য ও নৃত্য পরিবেশিত হয়। আগমী ২৭ মে শুক্রবার পর্যন্ত এ উৎসব চলবে।