বরিশালের চরকাউয়া খেয়া পাড়াপাড় বন্ধের নির্দেশ

বরিশালের চরকাউয়া খেয়া পাড়াপাড় বন্ধের নির্দেশ


বরিশালের কীর্তনখোলা নদীর চরকাউয়া পয়েন্টে খেয়া পাড়াপাড় বন্ধ করে দিয়েছে প্রশাসন।  মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদার নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত এই খেয়া পাড়াপারে নিষেধাজ্ঞা জারী করেন। র‌্যাবের একটি দল অভিযানে সহায়তা করেন। 

মো. নাজমূল হুদা জানান, করোনার সংক্রমণ ঠেকাতে জেলা প্রশাসনের নির্দেশে আগে থেকেই গণপরিবহনসহ খেয়াপাড়া বন্ধ রয়েছে। এর মধ্যেও কীর্তনখোলা নদীর চরকাউয়া পয়েন্টের খেয়া পাড় হয়ে প্রচুর সংখ্যক লোক ঈদের কেনাকাটা করতে বরিশাল নগরীতে আসছিলো। কেনাকাটা ছাড়াও অপ্রয়োজনে কিছু মানুষ বরিশাল নগরীতে এসে ঘোরাফেরা করছে। 

এদিকে ঘূর্ণিঝড় আম্পানের কারণে নদী উত্তাল হওয়ায় দুর্ঘটনা ঝুঁকি বেড়ে গেছে। এ কারণে গতকাল মঙ্গলবার সকালে ভ্রাম্যমান আদালত কীর্তনখোলা নদীর চরকাউয়া পয়েন্টে খেয়া পাড়াপাড় বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা। 
জরুরী পন্য এবং রোগী ব্যতিত অন্যান্য সকল পাড়াপাড় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।