বরিশালে ৩ শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ

বরিশালে ৩ শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ

বরিশালে করোনায় কর্মহীন প্রান্তিক জনগোষ্ঠীর ৩ শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা ১২টায় নগরীর অফিসার্স ক্লাব চত্বরে শারীরিক দূরত্ব অনুসরণ করে তাদের মধ্যে ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। প্রত্যেককে ১২ কেজি চাল, ৬ কেজি আটা, ৩ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিরা, ৬ পিচ সাবান এবং ৫০০ গ্রাম সুজি বিতরণ করা হয়। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস, জেলা প্রশাসনের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ এবং উন্নয়ন সংস্থা আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

প্রবেশ কর্মকর্তা সাজ্জাদ পারভেজ জানান, করোনা পরিস্থিতির কারনে কর্মহীন তৃতীয় লিঙ্গ (হিজড়া), নরসুন্দর এবং বেদে সম্প্রদায়ের ২৯৭ জনকে ত্রান দেয়া হয়েছে। জাতীসংঘের উন্নয়ন কর্মসূচীর (ইউএনডিপি) সহায়তায় মানবাধিকার কমিশন ও এনজিও আভাসের উদ্যোগে এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই ত্রান দেয়া হয়েছে। আগামীতে এই সহায়তা অব্যাহত থাকবে।