বরিশালে ৫০০০ ইয়াবাসহ আটক ২

বরিশালে ৫০০০ ইয়াবাসহ আটক ২

বরিশালে বাবুগঞ্জের আগরপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটককৃতরা হলেন- বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের চর উত্তর ভূতের দিয়া এলাকার মোহাম্মদ জহিরুল ইসলাম (৪৪) ও মোছাম্মৎ সানজিদা আফরিন (২৬)।

তবে অভিযানের সময় সানজিদা আফরিনের স্বামী মোহাম্মদ শহীদ প্যাদা পালিয়ে যায়।

রোববার (১৭ এপ্রিল) রাতে নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন।

এর আগে বাবুগঞ্জ থানাধীন আগরপুর বেইলি ব্রিজ সংলগ্ন সড়কে গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়।

সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন জানান, এ ঘটনায় বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মামলা দায়েরর প্রস্তুতি নিয়েছেন।