বরিশালে ৬ হাজার ৬৬৩ মসজিদে প্রধানমন্ত্রীর উপহার

বরিশালে ৬ হাজার ৬৬৩ মসজিদে প্রধানমন্ত্রীর উপহার


করোনা ভাইরাস পরিস্থিতিতে আর্থিক অসচ্ছলতা দূরীকরণ ও পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বরিশাল জেলার ৬ হাজার ৬৬৩টি মসজিদের অনুকূলে ৩ কোটি ৩৩ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

শুক্রবার (২২ মে ) সকাল ১১ টার দিকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে শারীরিক দূরত্ব বজায় রেখে সদর উপজেলার মসজিদের ইমাম ও পরিচালকদের হাতে এ অর্থ তুলে দেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। 

পাশাপাশি গোটা জেলায় এ অনুদান বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন তিনি। 

জেলা প্রশাসক জানান, পর্যায়ক্রমে বরিশালের সব উপজেলার মসজিদ কর্তৃপক্ষ পবিত্র ঈদুল ফিতরের আগেই বরাদ্দকৃত অর্থ সংশিষ্ট উপজেলা থেকে গ্রহণ করবেন।

পরে সেখানে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দেশের মানুষের মঙ্গলকামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল, বরিশাল সদরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান, ইসলামিক ফাউন্ডেশন বরিশালের সহকারী পরিচালক আলম হোসেন প্রমুখ।

জেলা প্রশাসন সূ্ত্রে জানা গেছে, করোনা ভাইরাস পরিস্থিতিতে আর্থিক অসচ্ছলতা দূরীকরণ ও পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল জেলার ১০টি উপজেলার ৬ হাজার ৬৬৩টি মসজিদের অনুকূলে ৩ কোটি ৩৩ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দেন।  যা জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হচ্ছে।