বরিশালে জুমাতুল বিদায় মসজিদে মসজিদে মুসল্লি

মাহে রমজানের শেষ জুমায় (জুমাতুল বিদা) মুসল্লিদের ব্যাপক সমাগম হয়েছে মসজিদে মসজিদে। শেষ জুমায় অংশগ্রহণ করে মুসল্লিরা পরম করুণাময়ের কাছে কৃপা চান এবং করোনাসহ মহামারি-দুর্যোগ থেকে মানব জাতীকে রক্ষায় বিশেষ প্রার্থনা করেন। প্রতিটি মসজিদে শারীরিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি রক্ষায় মুসল্লিদের সতর্ক এবং তৎপর দেখা গেছে।
এবারের মাহে রমজানের শেষে জুমা আজ শুক্রবার। জুমার আজানের পরপরই মুসল্লিরা মসজিদে মসজিদে ভিড় করেন। প্রতিটি মসজিদ মুসল্লিতে ছিল পরিপূর্ণ। বেশিরভাগ মুসল্লি বাসা থেকে অজু করে মাস্ক পরে জায়নামাজ নিয়ে মসজিদে যান। তারা নামাজও আদায় করেন শারীরিক দূরত্ব বজায় রেখে।
জুমার নামাজ শেষে মসজিদে মসজিদে করোনাসহ মহামারি-দুর্যোগ থেকে মানব জাতীকে রক্ষায় মহান সৃস্টিকর্তার কাছে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।