বরিশালে ৮৮জনের মাঝে চিকিৎসা সেবার চেক বিতরণ

বরিশালে ক্যান্সার, কিডনী, লিভারসিরোসিস, ট্রোকে (প্যারালাইজড) ও জন্মগত হৃদরোগীদের চিকিৎসায় ৮৮ জনের হাতে ৩৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেয়া হয়েছে। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চিকৎিসা সহায়তার চেক প্রদান করা হয়।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে চিকিৎসা সহায়তার চেক প্রদান করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদারের সভাপতিত্বে চেক বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এএমজি কবির ভুলু ও জেলা প্রশাসনের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ।
অনুষ্ঠানে ক্যান্সার, কিডনী, লিভার, সিরোসিস, ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগী ৬৮জনের চিকিৎসায় ৫০ হাজার করে ৩৪ লাখ টাকার এবং নিউরো ডেভলপমেন্ট প্রতিবন্ধি ২০জন শিশুর মাঝে ৫ হাজার করে ১ লাখ টাকার চেক বিতরণ করা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসনের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ।