বরিশালে ৯৯৫পিস ইয়াবাসহ একজন আটক

বরিশাল নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মকবুল ইঞ্জিনিয়ার গলি থেকে ৯৭৫ পিস ইয়াবাসহ রাশেদুজ্জামান উজ্জল (৪১) নামে একজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইয়াবাসহ আটক রাশেদুজ্জামান উজ্জল। সে যশোরের শার্শা উপজেলার শ্রী কোনা গ্রামের মৃত নূর বক্সের ছেলে।
ইয়াবা সহ আটক উজ্জলকে কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে ওই রাতেই মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে গতকাল শনিবার সকালে নগর পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।