বরিশালে ‘ফরচুন বরিশাল’ সমর্থকদের শোভাযাত্রা

বরিশালে ‘ফরচুন বরিশাল’ সমর্থকদের শোভাযাত্রা

বঙ্গবন্ধু ক্রিকেট লীগের দল ‘ফরচুন বরিশাল’ এর সমর্থকরা বরিশালে মোটর শোভাযাত্রা করেছে। শুক্রবার সন্ধ্যায় বরিশাল বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা শুরু হয়। 

শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নগরীর বিসিক শিল্প নগরী গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ফরচুন বরিশালের লোগো সংবলিত পতাকা বহন করেন। ফরচুন বরিশাল এর কর্নধার ও বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মো. মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. ইব্রাহীমসহ অন্যান্য শিল্প মালিক ও ফরচুন বরিশাল দলের সমর্থকরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।