বরিশালে ‘ফসল উৎপাদনে টেকসই কৃষি তথ্যের ভূমিকা’ শীর্ষক সেমিনার

বরিশালে ‘ফসল উৎপাদনে টেকসই কৃষি তথ্যের ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বরিশাল কৃষি তথ্য সার্ভিস এই সেমিনার আয়োজন করে।
সোমবার নগরীর বগুড়া রোডের খামার বাড়ি কৃষি তথ্য সার্ভিসের হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন বরিশাল কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রফেসর ড. মো. মামুন-অর রশিদ।
কৃষি তথ্য সার্ভিস কর্মকর্তা নাহিদ-বিন রফিকের সঞ্চালনায় সেমিনারে বিশেষজ্ঞ মতামত দেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন, বাংলাদেশ কৃষি গবেষনা ইন্সটিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফিউদ্দিন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর পিরোজপুরের উপ-পরিচালক চিন্ময় রায়, ঝালকাঠীর উপ-পরিচালক মো. ফজলুল হক, ঝালকাঠী জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, পটুয়াখালী জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা মো. খায়রুল ইসলাম মল্লিক এবং আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন।
দিনব্যাপী সেমিনারে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার ৪৫ জন কৃষি কর্মকর্তা এবং ১জন কৃষক অংশগ্রহণ করেন। সেমিনারে ‘ফসল উৎপাদনে টেকসই কৃষি তথ্যের ভূমিকার’ উপর গুরুত্বারোপ করা হয়।