রাতের বরিশালে সেহরি বিতরণ ‘জাগ্রত তারুন্যের’

রাতের বরিশালে সেহরি বিতরণ ‘জাগ্রত তারুন্যের’


করোনাকালীন লকডাউনে রাতের বরিশালে ঘুরে সেহরি বিতরণ করেছে ‘জাগ্রত তারুন্য’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

গত শুক্রবার রাতে নগরীর বান্দ রোড, নদী বন্দর সহ বিভিন্ন এলাকা ঘুরে কর্মজীবী ও নৈশ প্রহরীদের মাঝে সেহরি বিতরন করেন তারা। ওই রাতে তারা প্রায় ১শ’ প্যাকেজ খাবার বিতরণ করেন। লকডাউনে রাতের বেলা খাবার প্যাকেট উপহার পেয়ে বেজায় খুশী শ্রমজীবীরা। 

‘জাগ্রত তারুন্য’ এর সংগঠক বরিশাল বিশ^বিদ্যালয় শিক্ষার্থী শোভন মিয়া জানান, পহেলা রমজান থেকেই এই কার্যক্রম শুরু করেছেন তারা। মাসব্যাপী এই কর্মসূচী চলবে তাদের। যে কেউ চাইলে এই কর্মসূচীতে সহায়তা করতে পারবে বলে তিনি জানান।