বরিশালে ‘বঙ্গবন্ধু ও বরিশাল’ শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

বরিশালে ‘বঙ্গবন্ধু ও বরিশাল’ শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিভাগীয় পর্যায়ে অনলাইনভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এই স্মারকগ্রস্থ প্রকাশ করে।
আজ সোমবার বেলা ১২ টায় দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আব্দুর রাজ্জাক, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর ও জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এসএম ইকবাল, মেট্রোপলিটন সভাপতি আবুল কালাম আজাদ, সাংস্কৃতিজন সৈয়দ দুলাল, সনাক সভাপতি অধ্যাপকা শাহ সাজেদা সহ বিভিন্ন সরকা-িবেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মুজিববর্ষ উপলক্ষ্যে জেলা প্রশাসন প্রকাশিত ‘বঙ্গবন্ধু ও বরিশাল’ শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারসহ অতিথিবৃন্দ।
পরে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষ্যে দেশব্যাপী অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিভাগীয় পর্যায়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।