ঢাকায় আসছেন সুধাকর দালেলা

ঢাকায় আসছেন সুধাকর দালেলা

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর জায়গায় নিয়োগ পেতে যাচ্ছেন কূটনীতিক সুধাকর দালেলা। আর দোরাইস্বামী যুক্তরাজ্যে ভারতের রাষ্ট্রদূত হয়ে যোগ দেবেন বলে জানা গেছে। শনিবার (২ জুন) এক প্রতিবেদনে এখবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

সুধাকর দালেলা ১৯৯৩ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনের উপ-প্রধানের দায়িত্বে রয়েছেন। ঢাকায় রাষ্ট্রদূত হয়ে যোগ দেওয়ার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি।

এদিকে ১৯৯২ সালের ব্যাচের ভারতীয় পররাষ্ট্র কর্মকর্তা দোরাইস্বামী উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়ায় ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। ভারতীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবেও কাজ করেন তিনি।

একজন পেশাদার এবং পরিশ্রমী কূটনীতিক হিসেবে সুনাম রয়েছে রাষ্ট্রদূত দোরাইস্বামীর। বাংলাদেশের সঙ্গে দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করতে কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি।