বরিশালে ‘বঙ্গবন্ধু’ ক্লাবের উদ্বোধন

বরিশালে ‘বঙ্গবন্ধু’ ক্লাবের উদ্বোধন
বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, যারা মুজিবীয় আদর্শে বিশ্বাসী তারাই এ দেশে মানবতার সেবায় নিয়োজিত থাকেন। তাইতো স্বাধীনতার স্বপক্ষের তরুণ সমাজ আত্মমানবতার সেবায় স্বেচ্ছায় শ্রম দিয়ে যাচ্ছেন। আজ সোমবার দুপুরে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘বঙ্গবন্ধু ক্লাব’র উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু ক্লাব’র প্রধান উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক সিটি মেয়র সাদিক আরো বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের অধিকার আদায় করতে সক্ষম হয়েছে। তাই দেশের এই মহান ব্যক্তির আদর্শের বিশ্বাসী ও স্বাধীনতার স্বপক্ষের মেডিকেল কলেজ শিক্ষার্থীদের নিয়ে ‘বঙ্গবন্ধু ক্লাব’ প্রতিষ্ঠা করার স্বপ্ন আজ বাস্তাবায়িত হয়েছে। অচিরেই বঙ্গবন্ধুর নামের এই ক্লাবটির কার্যক্রম ছড়িয়ে পড়বে দেশ জুড়ে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. একেএম মাহাবুব হাসান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. জাকারিয়া, শেরে-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ মাকসুমুল হক, সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. ভাস্কর সাহা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ কুতুব উদ্দিন আহম্মেদ, বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস, বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুর রহমান সিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মাদ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) জেলা সভাপতি ডা. মো. ইসতিয়াক হোসেন এবং ডা. মাহাবুব মোর্শেদ রানা