বরিশালের অচল খাল সচল চায় লালসবুজ

বরিশাল নগরীর দখল-দুষণে হারিয়ে যাওয়া খাল উদ্ধার এবং অবশিষ্ট খালগুলো সংষ্কার-সংরক্ষণের দাবিতে নগরীতে মানববন্ধন ও সাইকেল র্যালী করে লাল সবুজ সোসাইটি। ওই কর্মসূচিতে নগরীর জন্য, জনসাধারনের জন্য প্লাকার্ড হাতে দড়িয়ে সংগঠনের সদস্যরা দাবী জানিয়ে বলেন ‘অচল খাল সচল চাই’।
আজ সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সম্মূখে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সদর রোড থেকে আমতলার মোর পর্যন্ত সাইকেল র্যালীর মাধ্যমে ওই দাবী জানানো হয়।
লাল সবুজ সোসাইটি সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অনিন্দ সুন্দর বসাকের সভাপতিত্বে নগরীর অশ্বিনী কুমার হলের সম্মূখে মানববন্ধনে বক্তব্য রাখেন মো: ইয়াসিন, সুমাইয়া ইসরাত, ছুটি, নাঈম হোসেন খান।
মানববন্ধনে বক্তারা বলেন, বরিশাল নগরীর দখল-দুষণে হারিয়ে যাওয়া খাল উদ্ধার এবং দুষণ মুক্ত করতে হবে। অবশিষ্ট খালগুলো সংষ্কার এবং সংরক্ষণ করলে কিছুটা হলেও জলাবদ্ধতা কমে যাবে। নগরীর জনসাধারনের এই র্দুভোগ কমাতে হলে আমাদের দ্রুত উদ্যোগ নিতে হবে।
বক্তারা আরো বলেন, এখন শহরের মধ্যে মাত্র কয়েকটি খাল মৃতপ্রায় অবশিষ্ট আছে। তাও ভরাট, দখল-দুষণে হারিয়ে যাচ্ছে। বরিশাল নগরীতে লোকসংখ্যা বাড়লেও বাড়েনি পানি অপসারণ ব্যবস্থা। অনেকক্ষেত্রে আরও সংকুচিত হয়েছে। ফলে নগরবাসীর ব্যবহার্য পানি অপসারণ করা দুঃসাধ্য হয়ে পড়েছে। তারওপর অতিবৃষ্টি এবং জোয়ারের পানি ঢুকে পড়লে চরম দুর্ভোগে পড়তে হয় নগরবাসীদের। অধিকাংশ খাল ভরাট করে সরু ড্রেন নির্মাণ এবং দীর্ঘদিন সংস্কার ও সংরক্ষণ না করায় অবশিষ্ট খালে পানি ধারণ করতে পারছে না। এই দুর্ভোগ কমাতে হলে আমাদের খালগুলো সংষ্কার এবং সংরক্ষণ করতেই হবে।
মানববন্ধন শেষে অশ্বিনী কুমার হলের সম্মূখ থেকে সদররোড হয়ে আমতলার মোর পর্যন্ত সাইকেল র্যালী করে কর্মসূচি শেষ করে।