বরিশালের ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের মানোন্নয়ন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সবশেষ বার্ষিক প্রতিবেদনে কয়েক ধাপ বরিশালের ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের মানোন্নয়ন হয়েছে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (ইউজিভি) বরিশাল। প্রতিষ্ঠালগ্ন থেকে দেশী-বিদেশী শিক্ষকদের সমন্বয়ে গঠিত ইউজিভি দক্ষিণাঞ্চলে মেধার বিকাশ করছে বলেও উল্লেখ করেছে মঞ্জুরী কমিশনের ওই প্রতিবেদন।
প্রতিবেদনে শিক্ষক-শিক্ষার্থীর আনুপাতিক হার ১:১২ থাকায় তা আন্তর্জাতিক মান বজায় রয়েছে। এ ছাড়াও ইউজিসি কর্তৃক নিয়ম অনুযায়ী উপাচার্য ও ট্রেজারার নিয়োগসহ নিজস্ব জমি, উন্নত গবেষণাগার ও গবেষণা খাতে ব্যয় বৃদ্ধি, লাইব্রেরি ও ল্যাবরেটরি খাতে ব্যয় বৃদ্ধি, সমৃদ্ধ গ্রন্থাগার, পিএইচডি অথবা সমমানের শিক্ষক, শিক্ষার্থীর মাথাপিছু ব্যয়, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, মুক্তিযোদ্ধা সন্তানদের বৃত্তি প্রদান, বিভিন্ন ডিপ্লোমা কোর্স চালু, বিদেশী শিক্ষার্থী পাঠদানসহ প্রতিটি মানদন্ডে উন্নীত হয়েছে ইউজিভি। এছাড়াও তথ্য প্রযুক্তির মাধ্যমে করোনকালেও শতভাগ ক্লাস ব্যবস্থা চালু করে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে সক্ষম হয়েছে ইউজিভি।
ইউজিভি উপাচার্য গবেষক ড. জাহাঙ্গীর আলম খান জানান, মেধার বিকাশে ইউজিভি’র অবদান ইউজিসি’র বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে। আগামীতেও এই ধারা অব্যাহত রাখবেন তারা।
ইউজিভি সূত্র জানায়, দক্ষিণাঞ্চলে গুণগত শিক্ষার প্রসারের লক্ষ্যে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের (ইউজিভি) ২০১৬ সালের ৭ জুন সরকারের অনুমোদন লাভের পর ২০১৭ সালের ২০ এপ্রিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক শিক্ষা কার্যক্রম শুরুর অনুমতি পায়। বরিশাল নগরীর সিএন্ডবি রোডের পাশে পৃথক তিনটি অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে তিনটি অনুষদের অধীনে দুটি বিষয় মাষ্টার্সসহ মোট ৮টি বিষয় উচ্চ শিক্ষা গ্রহণের ব্যবস্থা রয়েছে। বর্তমানে এসব প্রোগ্রামে তিন হাজারের অধিক শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছে।