লক্ষ্যে পৌঁছাতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে, পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে ২০৩১ সালের মধ্যে উচ্চমধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে সমৃদ্ধশালী দেশে পৌঁছাবে বাংলঅদেশ। সেই লক্ষ্যে পৌঁছাতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে।
শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার শায়েস্তাবদ এলাকায় শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম।
শায়েস্তাবাদ মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে ৫০০ অসহায়-দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন পানি সম্পাদক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।
পরে তিনি বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের কামাড়পাড়া এলাকায় আড়িয়ালখাঁ নদীর ভাঙন পরিদর্শন করেছেন। একই সঙ্গে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত রাস্তা এবং বাড়িঘরও পরিদর্শন করেন তিনি। স্থানীয়রা প্রতিমন্ত্রীর কাছে ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানালে সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শিঘ্রই ভাঙন প্রতিরোধের আশ^াস দেন।
এ সময় বরিশাল পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সফিউদ্দিন, নির্বাহী প্রকৌশলী দিপক রঞ্জন দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।