বরিশালের উন্নয়নে কাজ করবে জাপান: রাস্ট্রদূত ইতো নাওকি

বরিশালে জাপানের রাস্ট্রদূত ইতো নাওকি বলেছেন, বরিশাল অত্যন্ত সুন্দর শহর। বরিশালের সঙ্গে আমাদের উন্নয়ন সহযোগী হয়ে কাজ করার অভিজ্ঞতা আছে। আমরা বরিশালের উন্নয়নে সহযোগী হয়ে পাশে থাকতে চাই। স্বাস্থ্য সেবায় বিশেষ করে নার্সিং সেক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অবকাঠামো নির্মণের পাশাপাশি স্বাস্থ্যসেবায়ও কাজ করার চিন্ত করবো।
বরিশালে ডিজঅ্যাবল ওয়েলফেয়ার ফাউ-েশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
গতকাল সোমবার বিকেল চারটায়, বরিশালের কর্ণকাঠী এলাকায় আনোয়য়ারা-তোফাজ্জেল বৃদ্ধাশ্রমের উদ্বোধন এবং পেলিয়াটিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাপানের রাস্ট্রদূত ইতো নাওকি। পরে বিকেল পাঁচটায় নগরের বাংলা বাজার এলাকায় রাজধানী নার্সিং কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।
ডিজঅ্যাবল ওয়েলফেয়ার ফাউ-েশন (ডিডাব্লিউএফ)এর চেয়ারম্যান ডা. মো. জালাল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ-জাপান ফ্রেন্ডশিপ অ্যাসোশিয়েননের চেয়ারম্যান আমিরুল ইসলাম খান বুলবুল, উপস্থিত ছিলেন, ডিডব্লিউএফ নার্সিং কলেজের চেয়ারম্যান অধ্যাপক মো. জহিরুল ইসলাম, ডিজঅ্যাবল ওয়েলফেয়ার ফাউ-েশন (ডিডাব্লিউএফ)এর উপদেষ্টা সাইফুর রহমান মিরণ, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও ডিডব্লিউএফ ম্যাট্স এর অধ্যক্ষ অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম, জহির-মেহেরুন নার্সিং কলেজের চেয়ারম্যান মেহেরুননেছাসহ ডিডব্লিউএফ নার্সিং কলেজ, রাজধানী নার্সিং কলেজ, ডিডাব্লিউএফ মাদারিপুর নার্সিং কলেজ, জহির-মেহেরুন নার্সিং কলেজের অধ্যক্ষ, শিক্ষকম-লী এবং শিক্ষার্থীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী জাপান। বরিশাল নগরীর উন্নয়নেও জাপান সরকার কাজ করতে আগ্রহী। তবে বরিশাল নগরীর উন্নয়নের জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জাপান সরকারের কাছে আবেদন জানাতে হবে। কারণ, চাইলেই কোথাও উন্নয়ন করা যায় না। সেজন্য দ্বিপাক্ষিক সম্পর্ক ও সমঝোতা প্রয়োজন।
জাপানের রাস্ট্রদূত ইতো নাওকি বলেন, বৃদ্ধ নাগরিকদের জন্য বৃদ্ধাশ্রম নির্মাণ, বয়ষ্কদের সেবার দেয়ার জন্য পেলিয়াটিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ছাড়া নাসির্ং শিক্ষায় ডিডাব্লিউএফ যে অবদান রেখে চলেছে সেটা দেখে তিনি অভিভূত হয়েছে। জাপান সরকার বরিশালের অনেক প্রকল্পে উন্নয়ন সহযোগী হিসেবে আছে। আগামীতে স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রে সহযোগী হওয়ার আশা করছে। এব্যাপারে বাংলাদেশ-জাপান ফ্রে-শীপ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমিরুল ইসলাম খান বুলবুলও তাদের আহ্বান জানিয়েছেন। আমরা বরিশাল সিটি করপোরেশনের সঙ্গেও কাজ করার ইচ্ছ পোষণ করছি।
ইতো নাওকি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, করোনা প্রতিরোধে বাংলাদেশ সরকার উপযুক্ত পদক্ষেপ নিয়েছে। আমরা সবাই নিশ্চিত সরকার এদেশে করোনা প্রতিরোধে প্রয়োজনীয় সক্ষমতা রাখেন। করোনা ভাইরাসে তিনজন রোগী সনাক্ত হওয়াটাও ইতিবাচক আখ্যায়িত করে রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, সরকার এবং সাধারণ জনগণের সচেতনতায় বাংলাদেশ অবশ্যই করোনা ভাইরাসমুক্ত থাকবে।
রাত সাড়ে আটটায় বরিশাল ক্লাব মিলনায়তনে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়বাত সাদিক আবদুল্লাহর আহ্বানে সৌজন্য স্বাক্ষাতে মিলিত হন তিনি। সেখানে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকিকে স্বাগত জানান মেয়র সাদিক আবদুল্লাহ। এসময় মেয়র সাদিক জাপান সরকারকে বরিশালের উন্নয়নে সহযোগী হওয়ার অনুরোধ জানান। জাপানী রাস্ট্রদূত জানান, জাপান বরিশালের উন্নয়নে ইতিবাচক সাড়া দেবে। পরে মেয়রের দেওয়ার নৈশভোজে অংশ নেন জাপানের রাস্ট্রদূত ইতো নাওকি। রাতে লঞ্চযোগে তিনি ঢাকায় ফিরে যান।
বাংলাদেশ-জাপান ফ্রে-শীপ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমিরুল ইসলাম খান বুলবুল বলেন, আমি বরিশালের সন্তান হিসেবে সব সময়ই চাই বরিশালের উন্নয়ন। এব্যাপারে জাপান সরকার আমদের পাশে আছে। তারা আমাদের উন্নয়ন সহযোগী আছেন এবং থাকবেন। আমি চাই জাপান সরকারের আর্থিক সহযোগিতায় বরিশাল সিটি করপোরেশন এলাকায় ব্যাপক উন্নয়ন ঘটুক। এব্যাপারে মেয়র সাদিকের সঙ্গে জাপানি রাস্ট্রদূতের সঙ্গেও বৈঠক হয়েছে। আশা করছি আমরা বড় প্রকল্প নিয়ে সিটির উন্নয়নে কাজ করতে পারবো।
জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি গতকাল আকাশপথে বরিশালে এসে সদর উপজেলার কর্ণকাঠী এলাকায় ডিজঅ্যাবলড ওয়েলফেয়ার ফাউন্ডেশন (ডিডব্লিউএফ) কর্তৃক প্রতিষ্ঠিত আনোয়ারা-তোফাজ্জেল বৃদ্ধাশ্রমের উদ্বোধন করেন। একই এলাকায় তিনি একটি ১০০ শয্যার পেলিয়াটিক হাসপাতাল ভবণ নির্মাণ কাজের উদ্বোধন করেন। এর আগে সকালে তিনি নগরীর কাশিপুর এলাকায় সিআরপি আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন।