বরিশালের কীর্তনখোলায় অবৈধ ১৪ টি নৌযান আটক

ফিটনেস, রেজিস্ট্রেশন ও নিরাপত্তা সরঞ্জাম বিহীন নৌযান এবং সনদ বিহীন চালকদের বিরুদ্ধে বরিশালে অভিযান চালিয়েছে বাংলাদেশ নৌ পরিবহন অধিদপ্তর। এ সময় বরিশাল জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ এবং কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী অভিযানে ১৪টি নৌযান আটক করা হয়। ১৪ জন চালককে দেয়া হয় বিভিন্ন অংকের আর্থিক দন্ড।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত বরিশালের কীর্তনখোলা নদীতে এই অভিযান চালান নৌ পরিবহন অধিদপ্তরের পরিচালক (উপ সচিব) বদরুল হাসান লিটন।
নৌ পরিবহন অধিদপ্তরের পরিচালক (উপ সচিব) বদরুল হাসান লিটন জানান, অবৈধ নৌযানের কারনে নৌপথে দুর্ঘটনা ঘটে। সম্প্রতি দেশব্যাপী অবৈধ নৌযানের বিরুদ্ধে অভিযান শুরু করে নৌ পরিবহন অধিদপ্তর। এই ধারাবাহিকতায় বরিশালের কীর্তনখোলা নদীতে অভিযান চালানো হয়। এ সময় রেজিস্ট্রেশন, সার্ভে সনদ এবং নিরাপত্তা সরঞ্জাম বিহীন ১৪ টি বলগেট, ড্রেজার, ট্রলার, কার্গো এবং স্পীড বোট আটক করা হয়। নৌযান চালানোর বৈধ সনদ না থাকায় বিভিন্ন অংকের আর্থিক দন্ড দেয়া হয় অবৈধ নৌযান চালকদের।
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নৌ পরিবহন অধিদপ্তরের পরিচালক বদরুল হাসান লিটন।