বরিশালের জেলা প্রশাসকের সাথে উদ্যোক্তারা

বরিশালের জেলা প্রশাসকের সাথে উদ্যোক্তারা

বরিশালের জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন তরুন উদ্যোক্তারা। ‘মুজিব শতবর্ষে উদ্যোক্তা হবে ঘরে ঘরে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে প্রথম বারের মতো বরিশাল বিভাগীয় উদ্যোক্তা হাব এবং উদ্যেক্তা হাব ফাউন্ডেশন এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মুজিব শতবর্ষ উদ্যোক্তা সামিট ২০২০’ । ওই সামিটে বিশেষ অতিথি হিসাবে থাকার জন্য আমন্ত্রন জানানো হয় বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দারকে।     
 
গত বুধবার (২০ জানুয়ারী) বিকেল ৫টায় বরিশাল জেলা প্রশাসকের নিজ কার্যালয়ে জসিম উদ্দীন হায়দারের উদ্যোক্তা হাবের আয়োজক টিমের সঙ্গে সাক্ষাৎ’এ আলোচনা হয় এবং নবাগত জেলা প্রশাসককে কেক কেটে ফুলের শুভেচ্ছা জানায় বরিশাল বিভাগীয় উদ্যোক্তা হাবের উদ্যোক্তারা।

  
  
ওই সময় জসিম উদ্দীন হায়দার বলেন, এতো উদ্যোক্তা আমার আসে পাশে তাতো জানাই ছিল না আমার। ‘মুজিব শতবর্ষ উদ্যোক্তা সামিট ২০২০’ নিঃসন্দেহে এটি ভালো উদ্যোগ। এমন আয়োজন উদ্যোক্তাদের জন্য সাহস যোগায় এবং আরও বেশি অনুপ্রাণিত করে।  

‘মুজিব শতবর্ষ উদ্যোক্তা সামিট ২০২০’ আয়োজকরা বলেন, দুর্গাসাগরে ৫০০ জন উদ্যোক্তাদের নিয়ে আমাদের এই সামিট আয়োজন করতে যাচ্ছি । সেখানে থাকছে ৫০টি স্টল। 

আগামী ১৩ই ফেব্রুয়ারী, শনিবার ২০২১, দূর্গা সাগর, মাধব পাশা, বরিশাল এ অনুষ্ঠিত হতে যাচ্ছে ১ দিন ব্যাপী ‘মুজিব শতবর্ষ উদ্যোক্তা সামিট ২০২০’ 

আলোচনা শেষে ‘মুজিব শতবর্ষ উদ্যোক্তা সামিট ২০২০’ অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার থাকতে সম্মতি পোষণ করেন।