বরিশালের বাজারে ভীড়

সারাদেশে চলছে কঠোর লকডাউন । বরিশালেও চলছে চলমান কঠোর বিধিনিষেধের ১১তম দিন।
কিন্তু এই চলমান কঠোর বিধিনিষেধে বরিশালের রাস্তায় বেড়েছে মানুষের চলাচল বেড়েছে বাজার গুলতে ভীড়। কারনে অকারণে বের হচ্ছেন রাস্তায়। অলিতে গলিতে খুলছে চায়ের দোকান বসছে জমজমাট আড্ডা।
এদিকে বরিশালে করোনা সংক্রামণের হার দিন দিন বেড়েই চলছে তার সাথে বাড়ছে মৃত্যুর মিছিল।
বরিশাল বিভাগে গত একদিনে ৭১০ জনের করোনা শনাক্ত হয়েছে। যা বরিশাল বিভাগে সর্বোচ্চ শনাক্ত রেকর্ড। একই সময়ে আক্রান্ত হয়ে ৫ জন এবং উপসর্গ নিয়ে ৮ জনসহ মোট মারা গেছেন ১৩ জন। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৬২ দশমিক ২৩ শতাংশ।